ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা সৈয়দ রফিকুল হক। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব নূর মোঃ সরকার,
কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয় এর মাওলানা মোঃ আবদুল মোন্নাফ ,কালাডোহ দাখিল মাদ্রাসার সুপার ও সভাপতি, কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মদন মহান কর্মকার, এজেন্ট ব্যাংকিং প্রধান ও গ্রুপ চিফ আজম খান, স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ব্যাংকের সিএসআর প্রোগ্রাম "স্বপ্ন সারথী" এর অংশ হিসাবে এমটিবি স্থানীয় স্কুল এবং কলেজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০ টি সাইকেল বিতরণ করে।