সোনালী ব্যাংকের ছয় হাজার পদ খালি

সোনালী ব্যাংকের ছয় হাজার পদ খালি রয়েছে। অথচ অর্থ মন্ত্রণালয়ের গড়িমসির কারণে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি কামাল উদ্দিন।
কামাল উদ্দিন বলেন, সোনালী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়ের কারণে হচ্ছে না। এ কারণে অর্থ মন্ত্রণালয়ের মুখে লাথি। অর্থ মন্ত্রণালয় মানি না।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্ত্যেবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।
নৌপরিবহনমন্ত্রী বলেন, কোর্টের রায় অনুযায়ী জামায়াত নিষিদ্ধ সংগঠন। অথচ বিএনপি এ দলটির সঙ্গে রয়েছে। জঙ্গি সংগঠন জামায়াতের সঙ্গে থেকে বিএনপি এখন দেশকে জঙ্গিবাদে পরিণত করতে চাচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না। পাকিস্তানের মতো তাঁবেদার রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, আগামী বোর্ডে সোনালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রমোশনের বিষয়টি সুরাহা করা হবে।