শিরোনাম

South east bank ad

শাহ্জালাল ইসলামী ব্যাংক ডিএমডি পদে তিনজনের পদোন্নতি

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও আব্দুল আজিজকে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে মো. শাহজাহান সিরাজ শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান এম আখতার হোসেন এসইভিপি এবং আন্তর্জাতিক বিভাগ ও ব্যাংকিং অপারেশন্স বিভাগের প্রধান এবং আব্দুল আজিজ এসইভিপি ও ঢাকা মেইন ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে শাহজাহান সিরাজ ১৯৮৭ সালে কর্মজীবন শুরুর পর পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের পর ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এম আখতার হোসেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আব্দুল আজিজ। পরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বিজ্ঞপ্তি
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: