ডিজিটাল প্লাটফর্মে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৮তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
ডিজিটাল প্লাটফর্মে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৮তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২৮তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ তারিখে সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। চলমান দেশব্যাপী করোনা ভাইরাসজনিত মহামারীর পটভূমিতে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে এই ইজিএম অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জাহেদুল হক, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন, ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম, এবং উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন অংশগ্রহণ করেন। ভারপ্রাপ্ত গ্রুপ কো¤পানী সচিব জনাব মোঃ আলী রেজা এফসিএমএ সভা পরিচালনা করেন।
সভায় নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্যাংকটিকে প্রচলিত ধারার ব্যাংক থেকে পূর্ণাঙ্গ ইসলামিক ধারার ব্যাংকে রুপান্তর এবং বিদ্যমান মেমোর্যান্ডাম ও আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশনের ধারাসমূহের প্রয়োজনীয় সংশোধন ও পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবনা অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারবৃন্দের দ¦ারা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। মাননীয় চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ ব্যাংকটিকে আধুনিক ইসলামী শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকে রুপান্তর করার জন্য পরিচালনা পর্ষদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের কথা বলেন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় তিনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সভায় উপস্থিত সকল শেয়ারহোল্ডারকে বিশেষ সাধারণ সভায় সার্বিক সহযোগিতা, অব্যাহত সমর্থন ও প্রস্তাবসমূহ অনুমোদনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খন্দকার রাশেদ মাকসুদ তার স্বাগত বক্তব্যে একটি আধুনিক ইসলামিক শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক হিসেবে তার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।