শিরোনাম

South east bank ad

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড যাত্রাবাড়ী উপশাখার উদ্বোধন

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের যাত্রাবাড়ী উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়েরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকটির পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনে এসভিপি ও বিভাগীয় প্রধান শাহাজাদা বসুনিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে যাত্রাবাড়ীর নূর টাওয়ার, ১৪/৪, নর্থ-ওয়েস্ট ঠিকানায় ব্যাংকের এই নতুন উদ্বোধন করা উপশাখা থেকেও ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকবৃন্দ।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: