গ্রাহকদের জন্য বীমা সুবিধা চালু করেছে সোস্যাল ইসলামী ব্যাংক
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) তার সঞ্চয়ী ও বিনিয়োগ গ্রাহকদের ভবিষ্যেক সুরক্ষিত করতে আকষর্ণীয় জীবন বীমা সুবিধা চালু করেছে। মাসিক সঞ্চয় স্কিমের (ডিপিএস) আওতায় বীমাকৃত মূল্যের ওপর গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নমিনি মুনাফাসহ সঞ্চয়ের সমুদয় টাকা উত্তোলনের পাশাপাশি পাবেন ১৫ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে এসআইবিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঞ্চয়ী হিসাবে বীমার আওতায় গ্রাহকের কিছু হলে নমিনি ব্যাংকে মুনাফাসহ সঞ্চিত অর্থের সমুদয় টাকা উত্তোলনের পাশাপাশি পাবেন ৩ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা। কনজিউমার বিনিয়োগ গ্রাহকরা পলিসি মোতাবেক জীবন বীমা সুবিধা পাবেন। গ্রাহকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নমিনি ১৫ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধা পাবেন, যা দিয়ে বিনিয়োগের টাকা পরিশোধ করা যাবে। আর প্রত্যেকটি হিসাবই ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত।