বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যাওয়ার্ড পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস
‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২০: বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ হিসেবে পুরস্কৃত হয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পে প্রথম সারির একটি পুরস্কার। আর আইডিএলসি টানা তৃতীয় বারের মতো এ পুরস্কার অর্জন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইডিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিএলসি ইনভেস্টমেন্টেসের যুগোপযোগী অফার, সুশাসন, প্রতিযোগীদের তুলনায় শক্তিশালী আর্থিক অবস্থান, বিভিন্ন ব্যবসাসফল চুক্তি এবং বিনিয়োগ, স্থানীয় এবং আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বিভিন্ন সময় উপযোগী ও উদ্ভাবনী সমাধান এ পুরস্কার পাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
এ কৃতিত্বের প্রশংসা করে আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ খান বলেন, আইডিএলসির মূল চালিকাশক্তি হলো পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে কৌশলগত পরিবর্তন আনা এবং সমাজে টেকসই ও সুদূরপ্রসারী প্রভাব তৈরি করা। পরপর তৃতীয় বারের মতো এ পুরস্কার অর্জন এটাই প্রমাণ করে যে, আইডিএলসি ইনভেস্টমেন্টসই বাংলাদেশের সেরা মার্চেন্ট ব্যাংক।