মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহায়তায় 3M N95 মাস্ক বিতরণ
দেশে বিদ্যমান করোনা মহামারীর সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) তার সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় ঢাকার বেশ কিছু হাসপাতালে কর্মরত ডাক্তার আর নার্সদের মাঝে 3M N95 মাস্ক বিতরণ করা হয়েছে।
মুগদা মেডিকেলে ১০০ পিস, গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেলে ৬০ পিস, কুয়েত মেত্রী হাসপাতালে ৪০ পিস, ঢাকা মেডিকেলে ৩০০ পিস সহ বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার আর নার্সদের মাঝে 3M N95 মাস্ক বিতরণ করা হয়েছে।



