শিরোনাম

South east bank ad

ন্যাশনাল ব্যাংকের ৪২ জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

 প্রকাশ: ১০ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদের সভাপতিত্বে উক্ত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল ও উপ ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সভায় সরকার নির্দেশিত সব প্রকার স্থাস্থ্যবিধি পরিপালন করে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেবা প্রদান করতে গিয়ে এ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ৪২ জন কর্মকর্তা কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা আক্রান্ত কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের করোনাভাইরাস পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে ব্যাংক।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: