কুষ্টিয়ায় সুরক্ষা সরঞ্জামাদি সরবরাহ করল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পক্ষ হতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ায় সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক পিপিই, সার্জিক্যাল মাস্ক, কেএন-৯৫ মাস্ক, বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এএইচএম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এর আরএমও ডা: তাপস কুমার সরকার,
কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর এর ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী,কুষ্টিয়া সদর থানার অফিসার ইন-চার্জ গোলাম মোস্তফা এবং ডেপুটি কমিশনার, কুষ্টিয়া-এর প্রতিনিধি এর কাছে এ সকল সুরক্ষা সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।উল্লেখ্য, দেশের এই দুর্যোগ মুহূর্তে করোনারভাইরাস প্রতিরোধে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশব্যাপী সুরক্ষা সরঞ্জামাদি(পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতিমধ্যে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং দেশব্যাপী ৫০ টিরও বেশি হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ১৮,৬০০ এর অধিক পিপিই, ৮,৪০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ৫,২০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৬,২৫০ এর অধিক বিশেষ চশমা ও ১০,২০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় আসন্ন ভবিষ্যতেও এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।