অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে বৈঠক

বাংলাদেশে অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থমন্ত্রণালয় ও ভ্যানচার ক্যাপিটাল ইক্যুইটি এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ এপ্রিল) দুপুর ৩টায় বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের উন্নয়নে ‘অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট – ২০১৫’ আইন বাস্তবায়নে জোড় দেওয়া হয়েছে। এলক্ষ্যে অতিদ্রুত অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিডা, বিএসইসি, এনবিআর ইত্যাদির প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। যে কমিটি আগামি ৬ সপ্তাহের মধ্যে পলিসি গাইডলাইন দেবে। এছাড়া বৈঠকে অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।
এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মাহবুব এইচ মজুমদার বলেন, ‘অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট – ২০১৫’ আইন বাস্তবায়নে করনীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এলক্ষ্যে অতিদ্রুত একটি কমিটি গঠন করা হবে। যে কমিটি আগামি ৬ সপ্তাহের মধ্যে একটি পলিসি গাইডলাইন করবে।
মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, আজকের বৈঠকটি অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের জন্য খুবই ইতিবাচক। এর আগে এই মার্কেট নিয়ে এতো বড় বৈঠক কখনো হয়নি। এছাড়া বৈঠকে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটের উন্নয়নে বৈঠকে উপস্থিত সবাই একমত পোষণ করেছেন।
তিনি বলেন, অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেটের ধারনাটি বাংলাদেশে নতুন। তাই শুরুতে কিছু বাধা দেখা দেওয়া স্বাভাবিক। আর সেই বাধা উত্তরনে ভ্যানচার ক্যাপিটাল ইক্যুইটি এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃপক্ষ কিছু সুপারিশ করেছে। এরমধ্যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রেজিস্ট্রেশনের আগে ফান্ডের আকারের উপর যে ২ শতাংশ স্টাম্প ডিউটি নেওয়া হয়, তা মওকুফের সুপারিশ করা হয়েছে। এছাড়া গতানুগতিক নিয়মের বাহিরে গিয়ে অল্টারনেটিভ ইনভেষ্টমেন্ট পদ্ধতিতে ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানের জন্য বলা হয়েছে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহি চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, অর্থমন্ত্রণালয়েরজ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমান, ভ্যানচার ক্যাপিটাল ইক্যুইটি এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শওকত হোসাইন এবং বিভিন্ন ব্যাংক ও ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।