দুদকের নোটিশ এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ আটজনকে

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাদের কাছে নোটিশ পাঠানো হয়। আগামীকাল থেকে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য। সিঙ্গাপুরে অফশোর প্রতিষ্ঠানের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি) পাচারের অভিযোগে তাদের এই নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে তাদের ১৩ ও ১৪ই ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু ওই সময় তারা দুদকের ডাকে সাড়া দেন নি।
এ বিষয়ে প্রণব ভট্টাচার্য জানান, মোট আটজনকে নোটিশ পাঠানো হয়েছে। এদের মধ্য ওয়াহিদুল হক ও ফজলুর রহমানকে আগামীকাল সকালে দুদকে উপস্থিত হতে বলা হয়েছে। আশা করছি তারা এবার আসবেন।