রাকাবের পর্ষদ সভা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৬৭তম সভা গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের এমডি (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল হক এবং পরিচালক রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়াম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল অদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক মো. মাহবুবুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।