শিরোনাম

South east bank ad

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ নূরুল আমিন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রের মাধ্যমে পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে তাকে এ দায়িত্ব প্রদান করে। 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪১ বছরের দীর্ঘ কর্মজীবনে প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে পদচারণা করেছেন মোহাম্মদ নূরুল আমিন। তিনি মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকে এমডি ও সিইও হিসেবে প্রায় ১৩ বছর এবং এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইপে সিস্টেম লিমিটেডের পরামর্শক ছিলেন। 

মোহাম্মদ নূরুল আমিন প্রথম ব্যাংক এমডি হিসেবে একাধারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে তার ব্যাংকার জীবনের সূচনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংবিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: