শিরোনাম

South east bank ad

নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার মো. নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীর নাছরিন ইসলামের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

রোববার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এতে বলা হয়, নজরুল ইসলামের পাশাপাশি তার স্ত্রী নাছরিন ইসলাম ও তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাবও স্থগিত করতে হলো।

বিএফআইইউর চিঠিতে আরো বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার অভিযোগে সমালোচিত হন তিনি। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনেও ভূমিকা রেখে আসছিলেন এ ব্যাংক উদ্যোক্তা।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর দুইদিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই তৎকালীন সরকারের অনেক মন্ত্রী-এমপির পাশাপাশি আওয়ামী লীগ নেতা ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: