শিরোনাম

South east bank ad

ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় রোববার (১৮ আগস্ট) থেকে টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন সপ্তাহে যেকোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে।

এর আগে গেল সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর  ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেণে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: