ন্যাশনাল ব্যাংকের ৫২তম উপশাখা উদ্বোধন

৫২তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘মুলাদী’ উপশাখা।
বরিশাল শাখার অধীনে মঙ্গলবার এটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন উপশাখাটির উদ্বোধন করেন।
এ সময় মুলাদী উপজেলার চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু, মুলাদী উপজেলার নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দীনসহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের হেড অব মার্কেটিং ও ইভিপি এ, কে, এম ছালাহ্ উদ্দিন খান, খুলনা আঞ্চলিক প্রধান ও এসভিপি মো. জালাল উদ্দীন প্রামানিক, বরিশাল শাখার ব্যবস্থাপক ও ভিপি মো. শহীদুল ইসলাম, মুলাদী উপশাখার ইনচার্জ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।