এক্সিম ব্যাংকে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) মাকসুদা খানম। বিশেষ আলোচক ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসাইন ও উপপরিচালক মো. আশরাফুল আলম।