শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংকের “ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন- ২০২৩” অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের “ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-  ২০২৩” অনুষ্ঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন। উক্ত সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহন করেন।

উক্ত সম্মেলনে, তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্ঠি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধি-বিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজশর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়পোযোগী ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট সেক্টরে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় । এছাড়া শেষ প্রান্তিকে কু-ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: