দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন আইএফআইসি ব্যাংকের

‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’—এ স্লোগানকে প্রতিপাদ্য করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সবুজায়নের অঙ্গীকারে ব্যাংকের ১৩০০ শাখা-উপশাখায় এ কর্মসূচি মাসব্যাপী পরিচালিত হবে।
গতকাল আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।