কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা হয়েছে। ২৫ জুলাই ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি মো. কামরুল আহসান, এম খুরশীদ হোসেন, এসএম রুহুল আমিন, মো. মাজহারুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, হাসান উল হায়দার, মো. মাহাবুবর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।