শিরোনাম

South east bank ad

তিন বিভাগে পুরস্কার পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

তিন বিভাগে পুরস্কার পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৩-এ তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ‘বিগেস্ট এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স ইমপ্যাক্ট’ ও ‘মোস্ট প্রগ্রেসিভ ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন’-এর পাশাপাশি পুনরায় ‘বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্যাংকটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘‌২৭তম ফাইন্যান্স-এশিয়া অ্যাওয়ার্ডস’—এ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ব্যতিক্রমধর্মী ইএসজি উদ্যোগগুলো নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। আমার বিশ্বাস, এ অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সেবা প্রদানেরও অনুপ্রেরণা পাচ্ছে। এ যাত্রায় আমাদের প্রতি আস্থাশীল থাকায় সব ক্লায়েন্ট, রেগুলেটর এবং অন্য স্টেকহোল্ডারদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারী চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ২০২২ সালে ২৫টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: