প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ ও ৭.৫০% স্টক লভ্যাংশ অনুমোদিত

দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন, শতকরা ১২ দশমিক ৫০ ভাগ নগদ ও ৭ দশমিক ৫০ ভাগ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফসিএমএ। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার যুক্ত ছিলেন।