রাজশাহীতে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন এনসিসি ব্যাংকের

এনসিসি ব্যাংকের রাজশাহী শাখা এবং প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের উদ্যোগে সম্প্রতি আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে।
রাজশাহীর বিজিবি সীমান্ত অবকাশ মিলনায়তনে ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখার নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখার এমএমই/স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. রবিউল আলম এবং এনসিসি ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক।