ফেনীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করল এনসিসি ব্যাংক

ফেনী সদর ও ছাগলনাইয়ার ৭০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে এনসিসি ব্যাংক।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক মো. নূরুন নেওয়াজ সেলিম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে ছাগলনাইয়ার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।