চীনা বিজনেস ডেস্ক চালু করল ইবিএল

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে একটি স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করেছে ইস্টার্ন ব্যাংক। এ ডেস্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত ওয়ান স্টপ সলিউশন প্রদান করা হবে। গতকাল ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজনেস ডেস্কের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিইসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, সিয়াব প্রেসিডেন্ট কী চিং লিং, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, ইবিএল ফাইন্যান্স হংকংয়ের সিইও সোহেল মোর্শেদ এবং ইবিএলের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম।