শিরোনাম

South east bank ad

ইস্টার্ন ব্যাংকের নেতৃত্বে ক্রাউন সিমেন্টের জন্য ২৫০ কোটি টাকা সিন্ডিকেশন ঋণ

 প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইস্টার্ন ব্যাংকের নেতৃত্বে ক্রাউন সিমেন্টের জন্য ২৫০ কোটি টাকা সিন্ডিকেশন ঋণ

লিড অ্যারেঞ্জার হিসেবে ক্রাউন সিমেন্ট পিএলসির জন্য ২৫০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণ ব্যবস্থা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। সম্প্রতি এ উপলক্ষে শেরাটন ঢাকা হোটেলে ডিল ক্লোজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম সিন্ডিকেশন ঋণে অংশগ্রহণ করেছে। ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘‌দেশের সিমেন্ট খাতের টেকসই সমাধান অর্জনে এ মাইলফলক চুক্তিটি ভূমিকা রাখবে। শিল্পটির টেকসই উন্নয়ন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল চর্চার প্রতিপালনে আমাদের এ সহযোগিতা অনুপ্রেরণা জোগাবে। আমরা এ লেনদেনে লিড অ্যারেঞ্জার হতে পেরে আনন্দিত।’ 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: