শিরোনাম

South east bank ad

আবেদনের ৭২ ঘণ্টার মধ্যেই জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আবেদনের ৭২ ঘণ্টার মধ্যেই জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্র্যাক ব্যাংক বাংলাদেশে প্রথম চালু করেছে ‘দ্রুতি’ নামে একটি ‘টালি লোন’ পদ্ধতি। এটি মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক লোন দিয়ে সাহায্য করার জন্য ব্র্যাক ব্যাংকের একটি অভিনব উদ্যোগ। এ পদ্ধতিতে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যেই জামানতবিহীন ঋণ পাওয়া যাবে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের হিসাবের জন্য ব্যবহার করেন টালি খাতা। আর বাংলাদেশে হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত এ টালি খাতার ওপর ভিত্তি করেই ব্র্যাক ব্যাংক শুরু করে টালি লোন। ব্র্যাক ব্যাংকের টালি লোন নেয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা লেনদেন এবং ঋণযোগ্যতার প্রমাণ হিসেবে তাদের এ টালি খাতা ব্যবহার করতে পারেন।

ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ অফিসাররা ক্ষুদ্র ব্যবসাগুলো পরিদর্শনের পর ব্যবসায়ীদের টালি খাতার রেকর্ড অনুযায়ী তাদের প্রয়োজন ও চাহিদাগুলো মূল্যায়ন এবং ঋণের আবেদনগুলো গ্রহণ করেন। এছাড়া ব্যাংক গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র, যেমন ঋণের আবেদনের জন্য ট্রেড লাইসেন্স পেতেও সাহায্য করে।

টালি লোন ‘দ্রুতি’র আওতায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন পুরুষ উদ্যোক্তা এবং এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন নারী উদ্যোক্তা কোনো ধরনের বন্ধক ছাড়াই সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণ দুই বছরের মধ্যে পরিশোধযোগ্য। 

ব্র্যাক ব্যাংকের উদ্যোগটি ক্ষুদ্র ব্যবসার জন্য প্রসিদ্ধ নারায়ণগঞ্জে চালু করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে কুমিল্লা ও নরসিংদী অঞ্চলেও চালুর পরিকল্পনা রয়েছে। এ ঋণ ক্ষুদ্র ব্যবসায়ীদের মানসিক বাধা অতিক্রম করতে এবং অর্থায়নে সহায়তা করে ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করছে। 

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘‌ব্র্যাক ব্যাংকের টালি লোন দ্রুতির কারণে আর্থিক লেনদেনের প্রতি ব্যবসায়ীদের যে আস্থা তা ব্যাংকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও সমান সুযোগ তৈরি করছে। ঋণ অনুমোদনের এ প্রক্রিয়াটি খুবই সহজ। এক্ষেত্রে শুধু টালি খাতার রেকর্ডের মূল্যায়ন এবং ৭২ ঘণ্টার মধ্যেই ঋণ দেয়া হয়।’

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: