রাঙ্গুনিয়ায় কৃষি ঋণ বিতরণ করল এবি ব্যাংক

এবি ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। রাঙ্গুনিয়া উপজেলার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যোগদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী এবং রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, পৌর মেয়র আলহাজ শাহজাহান সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি তারিক আফজাল।