প্রিমিয়ার ব্যাংকে এএমডি পদে দুজনের পদোন্নতি

শামসুদ্দিন চৌধুরী এবং মো. শহীদ হাসান মল্লিক সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এ পদোন্নতির আগে শামসুদ্দিন চৌধুরী এবং মো. শহীদ হাসান মল্লিক একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
মতিঝিল শাখার ব্যবস্থাপক শামসুদ্দিন চৌধুরীর ৩৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন।
নারায়ণগঞ্জ শাখার প্রধান এবং জোনাল হেড মো. শহীদ হাসান মল্লিক তার দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১৯৯০ সালে আল-বারাকাহ ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার পেশা জীবন শুরু করেন। পরবর্তী সময়ে প্রাইম ব্যাংক লিমিটেডে কাজ করেন এবং ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন।