মার্কেন্টাইল ব্যাংকে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও অর্থায়ন নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে ‘ফান্ডামেন্টালস অব শরিয়াহ বেজড ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক তিনদিনব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শাখার ৯৪ জন কর্মকর্তা অংশ নেন। এর উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হাসনে আলম। মার্কেন্টাইল ব্যাংক শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য শাহ মো. ওয়ালীউল্লাহ একটি সেশন পরিচালনা করেন। ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মিজানুর রহমান সরকার এবং ওই ডিভিশনের কর্মকর্তারা সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।