আইএসও ২৭০০১: ২০১৩ সনদ পেল মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড বিএসআই গ্রুপ কর্তৃক আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেট পেয়েছে।
এটি একটি আন্তর্জাতিক মান, যা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নির্দিষ্ট করে। ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান বিএসআই গ্রুপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অনিন্দিতা দত্ত চৌধুরী ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার উপাসনা গুপ্তা এবং এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টসের (ইআইসি) সিইও মশিউল ইসলামের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।