প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল দিলো এনআরবিসি ব্যাংক

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ অনুদানের কম্বল তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার উপস্থিত ছিলেন।
সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এ কম্বল দেওয়া হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকে।