নারী ফুটবল টিমের বিজয় উদযাপন করল ঢাকা ব্যাংক

বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের একমাত্র গর্বিত স্পন্সর হিসেবে নারী ফুটবল টিমের বিজয় উদযাপন করল ঢাকা ব্যাংক।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সহযোগিতায় সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেড ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবদুল হাই সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের জন্য একটি বিশেষ থিম সংয়ের উদ্বোধন করেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক। স্বাগত বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তানভীর হাসান। আরো বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিমিটেডের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের ওমেন্স উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক মিস সাবিনা খাতুনসহ প্রমুখ।