প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে এক্সিম ব্যাংকের দেড় লক্ষ কম্বল প্রদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আসন্ন শীতে দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে দেড় লক্ষ কম্বল প্রদান করেছে এক্সিম ব্যাংক।
এ উপলক্ষে ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এর কাছ থেকে কম্বল গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এবং মোঃ নাজমুস সালেহীন।