জেপি মরগ্যান চেজের পুরস্কার পেল এক্সিম ব্যাংক

বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক জেপি মরগ্যান চেজের পুরস্কার পেয়েছে এক্সিম ব্যাংক।
এমটি ২০২ ইস্যুকরণে সেরা মান বজায় রাখায় ‘২০২২ মার্কিন ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি’ পুরস্কার অর্জন করে ব্যাংকটি। ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি এবং সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেন জেপি মরগ্যান চেজ বাংলাদেশ অফিসের নির্বাহী পরিচালক ও প্রধান প্রতিনিধি সাজ্জাদ আনাম।