এসজেআইবিএলের ২৫ হাজার বৃক্ষরোপণ

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসজেআইবিএল) পরিবেশ ও জলবায়ু সুরক্ষা এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরের জুলাই-সেপ্টেম্বরের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০০টি শাখার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের শাখাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ও নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সুবিধাজনক সরকারি ও বেসরকারি খালি জমি এবং রাস্তার দুই পাশে ফাঁকা জায়গায় এসব বৃক্ষ রোপণ করা হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার, থানা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন।