আকর্ষণীয় হারে গ্রাহকদের জন্য গৃহঋণ পদ্মা ব্যাংকের

কেন্দ্রীয়করণ বিপ্লবের অংশ হিসেবে এবার নতুন করে গৃহঋণ পণ্যটি ঢেলে সাজিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড।
এনেছে চার ধরনের পণ্য। প্রতিটি গ্রাহকের আয়ের সঙ্গে সমন্বয় করেই সাজানো হয়েছে ঋণ পণ্যগুলোকে, যাতে স্বপ্নের বাড়ি বানাতে বা অ্যাপার্টমেন্ট কিনতে টাকা বাধা না হয়। পণ্য চারটি হল এনআরবি হোম লোন, গ্রামীণ গৃহঋণ, আধা-পাকা বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ক্রয় বা বাড়ি বানানোর নিয়মিত ঋণ। এছাড়া অ্যাপার্টমেন্ট বা বাড়ি আধুনিকায়নের জন্যও পাওয়া যাবে ঋণ।