শিরোনাম

South east bank ad

বড় চার লক্ষ্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বড় চার লক্ষ্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের

ক্ষুদ্র, মাঝারি শিল্প ও নারী উদ্যোক্তা তৈরি, আমানতকারীদের আস্থা ধরে রাখা, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে ব্যাংক সেবার আওতায় আনা এবং উপশাখাকে গুরুত্ব দিয়ে ব্যাংক খাতে শক্ত অবস্থান তৈরি করতে চায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। একটি শাখা নিয়ে কার্যক্রম শুরু করলেও চলতি বছর ১০টি শাখা খোলাসহ বেশকিছু পরিকল্পনা নিয়ে এগোতে চায় প্রায় এক মাস আগে যাত্রা শুরু করা ব্যাংকটি।

গত ১০ মার্চ যাত্রা শুরুর পর এ পর্যন্ত প্রায় ৩০০ কোটির মত আমানত এসেছে ব্যাংকে। একটি শাখা খোলার মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বছর আরও দশটি শাখা খোলার অনুমোদন বাংলাদেশ ব্যাংক দিয়েছে। এছাড়া দুটি এডি শাখা লাইসেন্সের অনুমোদন ইতোমধ্যে পেয়েছে ব্যাংকটি।
আমরা বেশিউপ-শাখার মাধ্যমে এসএমই ও নারী উদ্যোক্তাদের প্রতি বেশি গুরুত্ব দেয়ার পাশাপাশি নন-ফান্ডেড এর প্রতি গুরুত্ব দেয়া হবে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূললক্ষ্য আমানতকারীদের আস্থা ব্যাংকে ফিরিয়ে নিয়ে আসা। পাশাপাশি আমানতকারীর অর্থ সঠিক বিনিয়োগের মাধ্যমে সঠিক খাতে বিনিয়োগ করা। যাতে করে এটাকে রিপেমেন্ট ও রিকোভারি দেয়া সম্ভব হয়। এক্ষেত্রে করর্পোরেটের পাশাপাশি এসএমই, মাইক্রোক্রেডিট, রিটেইল এর ওপর বেশি জোর দিবে ব্যাংকটি। এবং যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু ক্রেডিট লাইনের সঙ্গে সংযুক্ত নয় তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা ব্যাংকটির মূল লক্ষ্য।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: