সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ভুয়া ঋণ মঞ্জুরীপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক
সোনালী ব্যাংক লিমিটেডের উধ্বর্তন নির্বাহীদের স্বাক্ষর জাল করে ভুয়া ঋণ মঞ্জুরীপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্য মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে হাতেনাতে ধরা পড়ে। তাদের আটক করে মতিঝিল থানায় পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যাংকের সকল গ্রাহক ও সংশ্লিষ্ট সকলকে এ ধরণের ভুয়া ও প্রতারকচক্রের প্রতারনা হতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।