শেয়ারপ্রতি দেড় টাকা দেবে প্রাইম ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ দেড় টাকা করে পাবেন প্রাইম ব্যাংকের শেয়ারহোল্ডাররা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
প্রাইম ব্যাংক ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৬১ পয়সা। এই মুনাফার ওপর ভিত্তি করেই প্রাইম ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে কোম্পানিটিকে ১ টাকা ৫০ পয়সা দিতে হবে।