শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভিসা মানি ট্রান্সফার

 প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “Going Everywhere Exploring Fintech” এই শ্লোগানকে সামনে রেখে গ্রাহকদের জন্য সব সময় নতুন নতুন প্রযুক্তি (Fintech) দিয়ে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ্‌ এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ ভিসা মানি ট্রান্সফার নামে নতুন একটি সার্ভিস যুক্ত করেছে।

ইসলামী ব্যাংক ভিসা মানি ট্রান্সফার সার্ভিসের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে ইস্যুকৃত যেকোন ভিসা কার্ডে ফান্ড (অর্থ) ট্রান্সফার করতে করতে পারবেন। এটি প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেকোনটি হতে পারে।
যদি আপনার ভিসা কার্ড FAST FUND যুক্ত হয় তাহলে ৩০ মিনিটের মধ্যে ফান্ড জমা করে দেওয়া হবে।
যদি আপনার ভিসা কার্ড FAST FUND যুক্ত না হয় তাহলে ৩ কার্যদিবসের মধ্যে ফান্ড জমা দেওয়া হবে।

ইসলামী ব্যাংক ভিসা মানি ট্রান্সফার করার নিয়ম
নিম্নে ইসলামী বাংলাদেশ লিমিটেড এর ভিসা মানি ট্রান্সফার করার নিয়মাবলী তুলে ধরা হলো-
ধাপ- ১: প্রথমেই আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং (iBanking) এ লগইন করতে হবে। হোম ইন্টারফেস থেকে নতুন ফিচার লিস্ট (ব্যানারের ঠিক নীচে প্রদর্শিত) বা ‘Our Services‘ মেনু থেকে প্রথমে এই সার্ভিসটি সাবস্ক্রাইব করতে হবে।
ধাপ- ২: এরপর সার্ভিসটি শুরু করতে “Transfer and Payments” মেনুতে ক্লিক করে বাম পাশে প্রদর্শিত ‘VISA Money Transfer‘ মেনুতে গিয়ে পুনরায় ‘VISA Money Transfer‘ মেনুতে ক্লিক করুন।
ধাপ- ৩: এরপর ‘From Account‘ নির্বাচন করুন এবং TPIN (iBanking এর পিন কোড) দিয়ে সাবমিট করুন।
ধাপ- ৪: সোর্স অ্যাকাউন্টের তথ্য প্রদর্শিত হবে। ভিসা কার্ড নম্বর এবং টাকা ট্রান্সফার করার পরিমাণ দিন।
ধাপ- ৫: পরবর্তীতে সিস্টেম তথ্য নিশ্চিত করতে/ যাচাই করতে গ্রাহকের সামারি তথ্য প্রদর্শন করবে। ভিসা কার্ড নম্বরটি সঠিক কিনা তা নিশ্চিত করুন।
ধাপ- ৬: আপনার মোবাইলে একটি ওয়ান টাইম কী (OTP) আসবে। OTP সাবমিট করুন এবং ফান্ড ট্রান্সফার সম্পূর্ণ করুন।

আইবিবিএল ভিসা মানি ট্রান্সফার-এর শর্তাবলী (লিমিট ও চার্জ)
নিম্নে ইসলামী বাংলাদেশ লিমিটেড এর ভিসা মানি ট্রান্সফার-এর শর্তাবলী (ফি ও চার্জ) সমূহ তুলে ধরা হলো-
প্রতিটি লেনদেনের সীমা- ২০,০০০ টাকা;
প্রতিটি লেনদেনের জন্য চার্জ- ৩০ টাকা + ভ্যাট;
এক্ষেত্রে পাসওয়ার্ড, টিপিন (TPIN) গোপন এবং নিরাপদ রাখতে সকল দায়-দায়িত্ব গ্রাহকের নিজের।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: