মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতির পিতার প্রতিকৃতিতে জনতা ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার ধানমণ্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ব্যাংকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালক কে এম শামছুল আলম ও জিয়াউদ্দিন আহমেদ, ডিএমডি মো. আব্দুল জব্বার, মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তা, সিবিএ নেতা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।