প্রাইম ইসলামী লাইফ ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক কাজী আবুল মনজুর এবং ডাচ্-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান মো. মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।