পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলের অধীন শাখা ব্যবস্থাপকদের প্রথম সম্মেলন-২০২১ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি ও সিওও মোহাম্মদ আলী।
চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাকের সভাপতিত্বে সম্মেলনে চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও ডিজিএম মাহবুব আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান ও ডিজিএম নান্না সিকদার এবং চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও ডিজিএম খান মো. জাভেদ জাফর উপস্থিত ছিলেন।