স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগ

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বেশকিছু পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর মধ্যে রয়েছে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে স্মারক কার্ড চালু। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিটি সক্রিয় কার্ডের জন্য ৫০০ টাকা করে অনুদান দেয়া হবে।
এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানে ব্যাটল অব দ্য করপোরেট ব্যান্ডস অনুষ্ঠান চালু, ৫০তম স্বাধীনতা দিবসে নজরুল সংগীতানুষ্ঠানের আয়োজন, স্ট্যানচার্টের উদ্যোগে অদম্য পদযাত্রার আয়োজনের মতো উদ্যোগ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাবেক যেসব কর্মী মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের স্বীকৃতি প্রদানের পদক্ষেপ গ্রহণ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।