শিরোনাম

South east bank ad

এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

 প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ মার্চ) বিএসইসির ৭৬৬তম সভায় এ বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্ডটি আনসিকিউরড ও কন্টিনজেন্ট-কনভার্টেবল ব্যাসেল থ্রি কম্পিমেন্ট। বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, ট্রাস্টসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

প্রসঙ্গত, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে ব্যাংকটির এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: