৩ দিন বন্ধ থাকবে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড
ডাটা মাইগ্রেশনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। উক্ত সময় গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর কোর ব্যাংকিং সিস্টেম এর উন্নত সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে ০১ এপ্রিল, ২০২১ হতে ০৩ এপ্রিল, ২০২১ পর্যন্ত ০৩ (তিন) দিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।