এক্সিম ব্যাংকের ইজিএম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের দশম বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভায় বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির ভিত্তিতে শর্তসাপেক্ষে ৬০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ডের কমন শেয়ারে রূপান্তরসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়।
সভায় পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, মেজর (অব.) খন্দকার নূরুল আফসার, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার), রঞ্জন চৌধুরী, খন্দকার মো. সাইফুল আলম ও অধ্যাপক মো. সেকান্দার খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির ও শাহ্ মো. আব্দুল বারী ও কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।