আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক

এনআরবি কমার্শিয়াল ব্যাংক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো । আজ সোমবার (০৮ র্মাচ) এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস উদযাপন করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে আজ (৮ মার্চ ২০২১) আয়োজিত অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের এনআরবি কমার্শিয়াল ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখতার হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা। এবছর করোনাকালীন সতর্কতার অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জমকালো অনুষ্ঠান না করে প্রত্যেকটি শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে আলাদাভাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।